1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

সিলেটের ফেঞ্চুগঞ্জে ইউপি সদস্য চাচার ধর্ষণে ভাতিজি অন্তঃসত্ত্বা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪২১ Time View

সিলেটের ফেঞ্চুগঞ্জে শারীরিক প্রতিবন্ধী কিশোরী পাশবিকতার শিকার হয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।ঘটনাটি উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিককোনা গ্রামের। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় চলছে।অভিযোগ রয়েছে- প্রতিবন্ধী কিশোরীর প্রতি কুনজর পড়েছিলো তারই চাচার। এরপর কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন চাচা। জানা যায়, ভিকটিক (১৭)-এর মা বাবা কেউ বেচে নেই। ফুফুর কাছে থাকেন। গত বুধবার (১ মে) ওই কিশোরী জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল দিয়ে তাকে আটকে রাখা হয়েছে অভিযোগ করলে ফেঞ্চুগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে উপস্থিত হন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসাইনও। তারা দেখেন- ভিকটিম তার ঘরেই আছে। আটকে রাখার অভিযোগ কেন এই উত্তরে কিশোরীটি বলে- আসলে সে ৭/৮ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার দায়ী তার চাচা ইউপি সদস্য নুরুল ইসলাম।ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, মেয়েটি যখন অভিযোগ করেছিলো তখন তার চাচা ইউপি সদস্য নুরুল ইসলাম  অভিযোগ অস্বীকার করেছেন। ওইসময় তিনি বলেন- এ ঘটনার জন্য তিনি দায়ী নন। ভিকটিমের অন্যান্য আত্মীয় দায়ী। এ ব্যাপারে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন বলেন, মেয়েটি তার চাচার নাম বলেছে। এ ব্যাপারে অভিযুক্ত চাচা ইউপি সদস্য নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়েটি এত দিন তার খালু ও খালাতো ভাইয়ের নাম বলেছে। এখন কোনো ষড়যন্ত্র করে হয়তো আমার নাম বলছে।তিনি আরো বলেন, মেয়ে তার খালু ও খালাতো ভাইয়ের নামে রাজনগর থানায় অভিযোগও করেছে এ বিষয়ে। এসব ওখানকার ঘটনা, আমি এ ঘটনায় জড়িত নই।রাজনগর থানার অভিযোগ কপি তিনি এনে দেখাবেন বললেও ৩ দিনে তা পারেননি। পরবর্তীতে ইউপি সদস্য নুরুল ইসলাম প্রতিবেদককে ফোন করে বলেন, রাজনগর থানা থেকে অভিযোগ কপি তিনি আনতে পারেননি। কিন্তু কপিটি ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ হোসেনের কাছে আছে।সত্যতা জানতে আরিফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, না এ রকম কপি তার কাছে নেই।এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার এএসআই গোলাম মোস্তাফা বলেন, ভিকটিমকে আটকে রাখার অভিযোগে আমরা গিয়েছিলাম। কিন্তু গিয়ে এসব শুনে তাকে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়ে এসেছি। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবজাল হোসাইন বলেন, আমরা ওই কিশোরীর ফুফুকে তার চিকিৎসা চালাতে বলে এসেছি। প্রয়োজন হলে আমরা আর্থিক সহযোগিতাও করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2024-2025 skymediabd.com