বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটজুড়ে শুরু হয়েছে সহিংসতা ও নৈরাজ্য। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে দুর্বৃত্তরা চালাচ্ছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা। এসমস্ত ঘটনায় বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ প্রচারিত হওয়ার পরপরই হামলার শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক সৈয়দ শিপু মিয়া। দুর্বৃত্তরা প্রথমে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
পরে একইদিন সন্ধ্যায় তার সিলেট উপশহর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় বাড়িতে কেউ না থাকায় শারীরিক কোনো ক্ষয়ক্ষতি না হলেও ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা মুখোশ পরিহিত ছিল এবং ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিপু মিয়ার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শাহপরান থানার পুলিশের একজন কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় সৈয়দ শিপু মিয়ারপরিবার লোকজন প্রশাসনের প্রতি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।