1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

প্রেমের টানে ইউক্রেন থেকে ব্রাহ্মণবাড়িয়ায়

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪০ Time View

ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। অবশেষে ভালোবাসার টানে দূরত্বের বাধা পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বৃষ্টি আক্তারকে বিয়ে করেছেন ইউক্রেনের যুবক অ্যান্দ্রো প্রকিপ।

ইসলাম গ্রহণের পর নিজের নাম রেখেছেন মুহাম্মাদ। এ নিয়ে খুশি বৃষ্টির পরিবার ও গ্রামবাসী।

 

খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। টানা দুই বছরের প্রেম।

 

ধীরে ধীরে প্রেম গভীর হতে থাকে। বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথ।

 

বাধা হয়নি ধর্ম। প্রেমকে পরিণতি দিতে বিয়ে করেছেন তারা।

 

বৃষ্টি আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে বৃষ্টি সবার বড়।

স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালাছড়া গ্রামে গেলে দেখা মেলে বৃষ্টি ও মুহাম্মাদের। কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে। জানালেন বিয়ে করতে পেরে তারা খুশি। সবার দোয়া চান তারা।

 

এসএসসি পাস বৃষ্টি টুকটাক ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে পরিচয়, এরপর প্রেমের শুরু। ইউক্রেনের যুবক প্রকিপ বর্তমানে পোল্যান্ডে বসতি গড়েছেন। তবে পেশাগত কারণে তিনি বেলজিয়ামে থাকেন।

 

গত ১৯ ডিসেম্বর বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।

 

বৃষ্টি বলেন, প্রথমে তার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে প্রকিপ আমাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তাকে আমি বলি প্রেম নয়, বিয়ে করতে হবে। এরপর দুই বছর অপেক্ষায় থাকি। অবশেষে সে বাংলাদেশে আসে। পরে তাকে এয়ারপোর্ট থেকে গ্রহণ করি। পরে আদালত ও সামাজিকভাবে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। প্রকিপ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আগামী বছর সে আমাকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং শুরু করেছে। আমার পরিবারের সবাই খুশি। আমরা সবার কাছে দোয়া চাই।

 

প্রকিপ জানান, বৃষ্টিকে বিয়ে করতে পেরে তিনি খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে। শিগগিরই স্ত্রীকে নিয়ে যাবেন পোল্যান্ডে। আগামী বছর তিনি বাংলাদেশে বেড়াতে আসবেন। মুসলিম ধর্ম গ্রহণ করে তিনি অনেক খুশি।

গ্রামবাসী বলেন, আমাদের গ্রামে ভিনদেশি এক যুবক প্রেমের টানে ছুটে এসেছেন। আমরা অনেক খুশি। সে আশার পর শরিয়াহ মোতাবেক স্থানীয় ইমামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে এবং ইসলাম ধর্ম অনুযায়ী বৃষ্টির সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। আমরা সবাই তাকে গ্রামের জামাই হিসেবে আপন করে নিয়েছি।

 

কালাছড়া মসজিদের ইমাম শাইখুল ইসলাম জানান, আদালতের মাধ্যমে খ্রিস্টান ধর্মাবলম্বী প্রকিপ ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের করেছেন বৃষ্টিকে। পরে তারা গ্রামে ফিরে এলে সবাই তাদের স্বাগত জানায়। পাশাপাশি প্রকিপ সামাজিকভাবে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2024-2025 skymediabd.com