রাজধানীর হাজারীবাগে দ্বিতীয় বিয়ের পনের দিনের মাথায় জুলেখা (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি, তালাকপ্রাপ্ত স্বামী নজরুল ইসলাম এ হত্যাকাণ্ডে জড়িত।
সোমবার (২৭ জানুয়ারী) রক্তাক্ত অবস্থায় জুলেখাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
নিহত জুলেখা বাগেরহাটের মোল্লার হাট উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন ও গৃহকর্মীর কাজ করতেন।
হাসপাতালে নিহতের আত্মীয় শহিদুল মোল্লা জানান, জুলেখা দুই সন্তানের জননী। তিন মাস আগে প্রথম স্বামী নজরুল ইসলামকে তালাক দিয়ে ১৫ দিন আগে কবির নামে আরেকজনকে বিয়ে করেন জুলেখা।
আগের স্বামীকে তালাক ও নতুন বিয়ে করার কারণে তাকে হত্যার হুমকি দিয়েছিলেন প্রথম স্বামী।
শহিদুল মোল্লা আরও বলেন, ধারণা করা হচ্ছে, নজরুল ও তার লোকজন হাজারীবাগের ঝাউচার এলাকায় সড়কে জুলেখাকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে সে মারা যায়। ঘটনার সময় একজনকে এলাকাবাসী আটক করেছে বলে শুনেছি।