সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) ভোরে উপজেলার ১ হাজার ৩১৯ পিলার সংলগ্ন লাইজুড়ি বাসকোনা এলাকায় ভারতে প্রবেশে করেন শাহেদসহ কয়েকজন।
এ সময় খাসিয়াদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খাসিয়ারা গুলি করে।
এতে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়। সকালে বিএসএফ মরদেহ নিয়ে যায়।
বিকেল ৪টা পর্যন্ত মরদেহ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, শাহেদ নামে এক যুবককে খাসিয়ারা গুলি করে হত্যা করেছে।
ঘটনার পর বিএসএফ মরদেহ নিয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।