দ্রব্যমূলের ঊর্ধ্বগতি আর রাজনৈতিক প্রেক্ষাপটের ফলে স্বল্প আয়ের মানুষের জীবন আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।বাংলাদেশের জনগণ দুঃখের সাগরে ভাসছে।
অবৈধ শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচন আর উন্নয়ন উন্নয়ন আশার বাণী বাংলাদেশের জনগের কাছে মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছু নয়।
শেখ হাসিনা সরকার জানে জনগণ তাদের ভোট দেয়নি।৯৫ শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি। সে আমি আর ডামি,আমরা আর মামুদের নির্বাচন করেছে। এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ শেখ হাসিনা সরকার এটা তো চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় এই গদি বালুর মধ্যে ডুবে যেতে পারে।
শেখ হাসিনা সরকার মুখে বলে, রাজনৈতিক মামলায় বিএনপির কেউ জেলে নেই, তারা বিভিন্ন অপরাধে অপরাধী। প্রধানমন্ত্রী আপনার কাছে একটা প্রশ্ন-এক-এগারোর সময় আপনাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল, সেগুলো (মামলা) গেল কোথায়। সেগুলোর আজ নেই কোন অস্তিত্ব, বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন অপরাধে দোহাই দিয়ে
মিথ্যা মামলার সাজিয়ে আসামি বানিয়ে ধরপাকড় অব্যাহত রয়েছে।
শেখ হাসিনা সরকারের ইসরাইলের সাথে রয়েছে গোপন সম্পর্ক মুখে বলেন এক কথা তোলে তলে আরেক,এ জন্য ওরা প্রকাশ্যে কিছু বলতে পারে না। ওরা তলেতলে কাজ করে। ইসরায়েলের বিমান বাংলাদেশে কী করে এল। কী গোপন সম্পর্ক, প্রধানমন্ত্রী আপনার কাছে জাতি জানতে চায়।
অনতিবিলম্বে অবৈধ সেখ হাসিনা সরকারের পতন হবেই হবে। পৃথিবীতে ভালোর জয় হয়, মন্দের পরাজয় হয়। সুতরাং সরকারের পতন অনিবার্য।