হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর হামলা ও সহিংসতায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মী, দুজন শিবির ও দুই জন বিএনপির কর্মী আছেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, কয়েকজনের মৃত্যু ও বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে। সবাইকে ঘরে ফিরে যেতে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।